।।ক্রান্তিকাল।।
‌   ।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
ঝুরঝুর করে মাটি সরছে কিংবা ভাঙছে পাড়
শব্দের হেরফের,মানেটা কি আলাদা বুঝায়?
সভ্যতার কিলবিলে শুঁয়োপোকা গুলো-
রক্তচক্ষু তুলে দিকে দিকে গর্জায়
সবুজ ঘাসের পাতায় পাতায় পৈশাচিক উল্লাস
রক্তগঙ্গা বয়ে যায়
তাকিয়ে দেখুন জলে জল বাঁধছে
সেইসব অট্টালিকার কিনারায়
যেথা প্রেম শুষ্ক মরুভূমি,চাহিদার আগাছা
বুকের ভিতর পরিপূর্ণ লকলকে লালসা
আজও দিনান্তে ঝুপড়ির ধারে ভুকা পেট গুলো অসহায়
এ কেমন নোনা জলের বানভাসি ঝলসানো বিদ্যুৎ ঢেউ?
স্বার্থের শীতঘুমে জুটছে এতো এতো কালো ছায়া সীমাহীন ফেউ!
দগ্ধ আকাশ,দগ্ধ বাতাস দিকে দিকে পোড়া বারুদের গন্ধ
অ্যাসিড বৃষ্টিতে বুলেটের ঝাঁঝালো মিছিল-
উদ্ভাসিত হাহাকার দমবন্ধ
কেবলই বিস্তীর্ণ মারন রোগের কঙ্কাল চক্রব্যূহ!
মেঘহীন আকাশ কোথায়?
---------------------------------------------
৬/৭/২০২০-অবুঝ মন-