।।দাবাই।।
গোলাপ খেতে ভরে গেছে ঘাস
নূপুরের কেটে গেছে তাল
এখন শুধু স্মৃতির আরশিতে
ফ্যাকাসে আড়চোখ তাকিয়ে আছে!
আমি ও কেমন যেনো
আকন্ঠ ঘাস চিবিয়ে হলাম উত্তাল
ভাবলাম নার্ভের দোষ কমে যাবে ঠিক
তাই বলে অসুখের দাবাই ভেবে
গিলে নিলাম আস্ত একটা মারগো সাবান!
--------------------------------------------
।।কিছু দাগ জেগে থাক।।
অনেক তো হলো একহাতের কারবার
এবার এসেছে শীতের সময়
হয়তো চলবেও বিদায়ী সংবর্ধনা।
দু দিনের এই আসা যাওয়া
বাকি সবই বেকার কবিতা
এটুকু তো তাও দিলে উপহার
কিছু দাগ জেগে থাক
ঠিক বোকা চাঁদের মতো।
-----------------------------------------
-২৮/৯/২০২১-অবুঝ মন-