অরুণ বরুণ যেই হোক না
চিনতে গেলে কি প্রয়োজন?
ফিরিস্তি,প্রমাণ-পত্র
কারা রাখে সব আয়োজন?


সময় হলে পাতার ভিড়ে
বর্ণমালার জ্বলে আলো
পরিচয়ের আঁধার ঘুচে
জন্ম তারিখ মোহর পেলো।


ছুঁয়ে দেখার সময় হলে
বিদ্যালয়ের ফোঁকর গলে
দিই না ছিঁড়ে কাগজ বলে
যত্ন করে রাখি তুলে।


ধীরে ধীরে বয়স বাড়ে
নানান কাগজ জীবন জুড়ে
জড়িয়ে ধরে এক্কেবারে
কাজের সাগর তীরে।


যাত্রাপথের সময় হলে
মায়ার ভুবন ছেড়ে
পরিচয়ের মানদন্ড
এলো আবার,নতুন করে ফিরে।


জীবন খাতার প্রতি পাতার
হিসাব গেলো মুছে
সব খানেতে দেখান ধারি
কাগজ রইল বেঁচে।
-------------------------------------------
২৩/১/২০২০-অবুঝ মন-