***দেখো কেমন***
-----------------------------------------
হোক না মানুষ ভিন্ন রকম--কী বা এসে যায়?
মেজাজটাই আসল রাজা--একলা চলাই দায়
থাকলো না হয় সুদর্শনা--পথের বাঁকে বসে
তাই বলে কী ভাঙবে ব্রত--সুখ তারাটি খসে?
রক্ত নদী লুকিয়ে রাখা--এও এক চাঁদের যাপন
মনমনিয়ে খোলস ছেড়ে--সত্যিকারে হও গো আপন
ধূসর ক্লেদ সরিয়ে ফেলে--আবোল তাবোল ভাবনা ছাড়ো
প্রজাপতি যায় উড়ে যাক--খিদের শহর মুক্ত কর
বন বাদাড়ের চতুর শৃগাল--জনপদ কি গড়তে পারে?
দেখো কেমন খোলা হাওয়ায়--গাছের পাতা আজও নড়ে।
-------------------------------------------
***চেয়ে দেখ****
---------------------------------
এ বিরু সবে তো শুরু
চেয়ে দেখ ওই মোহনায়
জড়তা পিছনে ঠেলার এই তো সময়।
এবার আর হলুদের নয় স্থান
উঠছে জেগে সবুজের সমারোহ পাতায় পাতায়।
এখনো বন্ধ দুয়ার--------?
চেয়ে দেখ এই পথে কতটা এসেছি চলে
যদি পাথর ভাসতে পারে জলে
ম্যান্ডেলা হয়ে ওঠা কী খুবই আশ্চর্যের ?
---------------------------------------
৩১/১০/২২-অবুঝ মন-