তোমার ঐ ভাঙ্গা গড়া বসন্ত বাহারে হাঁটতে চেয়ে
পথ গেলো দূরে সরে
ঠিক তখনই সুখ ও শোকের পরম কোলাজ ঘিরে
শব্দহীন জলপ্রপাত বয়ে গেল শরীরে।
নিছকই ছক ভাঙা হাত বাড়ানো সংলাপী রোদ্দুর
স্ফীত সাঁকোর আগমনী সুর,বিশ্বাস ফতুর
শূন্যতার সঙ্গমে বিরহের সোহাগী ভাঙচুর
পরকীয়া ঢেকুরের সাদে বুক জুড়ে নিস্তব্ধ দুপুর।
সেদিনের কথা মনে পড়ে কি?
আগুন ইচ্ছেরা মেলেছিলো ডানা
অতর্কিত হানা,কে করবে মানা?
উপহার কৃপণ কপাট দীর্ঘশ্বাস শুধুই বঞ্চনা!
---------------------------------------------
৩/৮/২০২০-অবুঝ মন-