কিছু কথা,কথা হয়ে রয়ে যায়
আর কিছু কবিতার চারা এঁকে জীবনের গান গায়
সেদিনের কথা মনে করো-
যদি মনের জানালা বলে কিছু খুঁজে পাও
লোকালয়ের ভিড় এড়িয়ে বসে থাকা
বাস্ত ঘুঘুর চোখের সামনে
ফোসলানো ধান্দাবাজ বললে অত্যুক্তি হবে না বোধহয়
শরীরজুড়ে বই ছিলো গরম রক্ত দাবানল
নীলাকাশে সাইরেনের কোনো চিহ্নই ছিলো না
শান্ত দিঘির জলে টুপ টুপ করে ডুব দিতে ছিলো রাজহাঁস
ঠিক পাশে আগ্নেয়গিরির লাভা হ্রদে--
টগবগে যুবক যুবতীর সুখ স্নান
তুমি আলতো ছোঁয়ায় রেখে ছিলে কোমল পরশ
আমি ও ব্যতিক্রম না,হয়তো একটু ঊর্ধ্বমুখী
কি কথা যেন বলে ছিলে,থাক আজ এই টুকু থাক
দেখো মনে পড়ে কি না?
---------------------------------------------
২২/৭/২০২০--অবুঝ মন-