।।ধকলের নাগপাশ।।
----------------------------------------
ধিক ধিক আগুন,বিরহী পরবাস
ঠোক্কর প্রেমে উঠেছিল ঢেউ
ইচ্ছের বেআব্রু উদ্ধত স্রোত
পাগলাটে ধুম বিপিনের শরবত
জড়িয়ে ধরলো রঙিন ফেউ
ছিলো না তখন পাশে কেউ।


ক্ষিদের হুংকার তোলপাড় ঝড়
লাভার তান্ডব,প্রজাপতি মেলে ডানা
আবেগ দৌড় ধকলের নাগপাশ
আলেয়ার ধুম রাতকানা।


দাম গেলো উড়ে দূরে সরে
এই আছি,এই নেই এ কি মায়া?
বেড়ার ফাঁকে চক্র জালে--
বিবর্ণ ধোঁয়ায় কানামাছি খেলা করে!
--------------------------------------
৩১/৮/২০২০-
---------------------------------------
      ।।দেখো চেয়ে।।
--------------------------------------
মুছে যাওয়া সরগম ঘিরে ঝরে পড়ে ক্লেদ!
মুছে দেওয়া সরগমে কি ঝরে আক্ষেপ?
ভাষণী জবাবের জন্য এ প্রশ্ন নয়
কেবলই দীর্ঘশ্বাসের পাড় ছুঁয়ে এ প্রশ্ন বয়
বৃষ্টিতে ভিজবার ফুল বা কোথায়?
ঐ দেখো চেয়ে তির বেঁধা পাখিটি ডানা ঝাপটায়।
----------------------------------------
১/৯/২০২০-অবুঝ মন-