বাজলো বাঁশি তাই বলে কি
যোজন রেখা এলো সরে?
উড়ছে পাখি ঐ আকাশে
গাইছে গান নতুন সুরে
এমনি করে কালের বহর
বেড়েই চলে ধীরে ধীরে।


চটক মটক ঝটক সফর
বর্ণালী সব ধুন
সুহৃদয়ের বার্তা বাহক
মনের ঘরে চুন!
মেলতে ডানা শতেক হিসেব
ঝরায় কত খুন!


রঙ মশালা তাল বাহারি
ইচ্ছে মতো মশলা কাঁড়ি
জড়িয়ে আঁচল চিবায় কত
হরেকরকম পান সুপারি
ভাবতে পারো ঘোর বাসনা
প্রেম যমুনার ছল চাতুরী!


আগল খোলা হড়পা বানে
যেমন ভাসে নগর পাড়া
খেলা শেষে পালিয়ে যাওয়া
আগুন হাওয়া দেয় কি সাড়া?
এমন সময় ঘিরে ধরে
দহন জ্বালা মড়ার খাঁড়া।
------------------------
২৬/৬/২০২১-অবুঝ মন-