থিতানো নদীর বুকে
জড়িয়ে আছে মন হরিনী
বিভাজন হতে গেল
প্রয়োজন প্রয়-প্রনালীর।


ঝড় উঠেছিল আপন তালে,
নেমে ও  ছিল বারিধারা
নিয়মের বেড়াজালে চাওয়ার পাতায়
রয়ে গেছে প্রাপ্তির ক্ষরা।


এর মানে এই নয়
সবকিছু শেষ হয়ে যাবে
কালের দেয়ালে চিরকাল
আশা বেঁচে রবে।


ভাবছো কি,সীমানা থাকবে না?
মধ্য গগনে এসে হারিয়ে যাবে
সে ধারণা সত্যি নয়কো মোটেই
বালি আজ মিশে গেছে জমাট মাটিতে।
-------------------------------------
06/03/19