বলার থাকলেও সব কথা সবসময় বলতে নেই
বিচার ধারা সবার তো আর এক হতে পারে না
কখনো সময় নেই,আবার কখনো মানুষ
সবটাই কেমন যেন এলোমেলো বদলে যাওয়া ঘটনা!


এই যেমন ঝর্ণার জল ঝরঝর মুখরিত কলতান
বিপরীতে ফিকে রং মৃত্যুর অবয়ব বালুঝড় তাকলামাখান!
সেখানে হাজারো স্মৃতির সাজানো বাগান বলে আছে কিছু কি?
চেয়ে দেখো সানগ্লাসের উদগ্ৰ ছোঁয়াচে ঢেউ কতটা মেকি?


সুতরাং বাঁধন ছুঁয়ে ধরে রাখবো বললেই ধরে রাখা যায় না
সে যতোই হোক টিয়া তোতা কিংবা সুদীর্ঘ কালের চেনা জানা ময়না।
-------------------------------------------
৩/৪/২০২২-অবুঝ মন -