।।দীক্ষা।।
।।নরেশ বৈদ্য।।
--------------------------------------------
ভাবনা এমন এক বিষয়
যার চারদিক খোলা জানালা
কোন সীমিত বর্ণের ধার ধারে না
এ এক অপূর্ব টুপুস জলের আধার
যেমন ঝর্নার কলতান --
ঝরে ঝরে পড়ে অঝোর ধারায়
কিংবা সামুদ্রিক উছল ঢেউ--
সহজাত প্রবৃত্তির আপন নেশায় আছড়ে পড়ে কিনারায়
'দীক্ষা' ঠিক তেমনি এক বিষয়
যার সূচনা নাভিমূলে হৃদয়ে সাঁতার
কারো চোখে গুরু,কেউ ভেবে ভিরু
আমার যা শুরু,স্বর্গের দ্বার,সৌভাগ্য চরণ ছোঁয়ায়
হাসিমুখে যারা সামলেছে সংসারভার
শাসন আর আদরের রৌদ্রস্নাত স্নান
পিতা স্বর্গ-জননী জন্মভূমি--চিরশ্রেষ্ট মায়াময় বন্ধন
সুশিক্ষার কারিগর ভগবানের প্রাসাদ,দীক্ষার সূতিকাগার
এটাই সত্য,এটাই চিরন্তন,শেষ কোথায় কিছু জানি না।
---------------------------------------------
১৭/৫/২০২০-অবুঝ মন-
মার্জনা করবেন-এ আমার একান্ত ব্যক্তিগত অভিমত।