দোতলার ছাদে---
পাশাপাশি ঘরে,
যৌবনের প্রেম নিদ্রামগ্ন---
নিশি রাত্রির ঘন আঁধারে।


কথা ছিল দেখা হওয়ার---
প্রেম সমুদ্রেতে তরী বেয়ে,
হৃদয়ের আবেগে  সীমাহীন উচ্ছাস---
আসছিলো ধেয়ে।


ডাকা বুকো ভাবে শরীর চললো---
অসতর্ক মনে,
হঠাৎ অন্ধকার রাত্রির বুক চিরে---
শব্দ ভেসে আসে-কে ওখানে?


যৌবনের প্রেম নিদ্রার ঘুম ভাঙলো---
আলো জ্বললো ঘরে,
হৃদয়ের আবেগ উবে গিয়ে---
দেহতে কাঁপন এলো থরে থরে।


স্বপ্নের অপমৃত্যু হলো---
ছেদ ঘটলো যৌবনের প্রেমের জোয়ারের,
স্বপ্নপরী নিশি রাত্রির মাঝে---
পথ হারিয়ে ডুবে গেল মনের গভীরে।
------------------------