যদি গাঙচিল হয়ে ভাসো চোখের পাতায়
দিবানিশি কাকাতুয়া গান গেয়ে যায়
চাঁদের আলোর মতো হাসো জোছনায়
বনানীর ঝোপ খুঁজে রানী মৌ ধায়
এরপরেও ভ্রমর কি ভুলে যেতে চায়?


ঐ শোনো পাহাড়ী ঝর্ণার কল কল তান
সময়ের পথে চলে রাখে তার মান
মেঘের আড়ালে চেয়ে স্নিগ্ধ আলো
মনের গভীরে ঢুকে ভালো বাসি বলো
দূরে ঠিক যাবে চলে কুয়াশার ঢল।
------------------------------------------- -৬/৫/২০২২-অবুঝ মন -