পড়ন্ত বিকেলের হিমেল হাওয়ায়
একটা শব্দ ভেসে এলো,
এই বেরোলাম।
ঠিক তখনই মনের জানালায়
বেবাক ভালোবাসার--
দোয়েল পাখির সুর ঝংকার উঠল বেজে।
দেরি আর সইল না
দামাল মত্ত হাতি নেশায় যেমন ঘোরে,
তদ্রুপ বেরিয়ে পড়ি --
বড় রাস্তার উপরে।
ততক্ষণে বাতাসে ভাসছে
আরো একটি শব্দ,
ট্রেন ছাড়লো।
দুলে উঠলো হৃদয় বাগিচার সবুজ গালিচা।
এরই সাথে ফাগুনের চেনা ছন্দের
অজস্র আলোকমালা --
এসে পড়েছে চোখে- মুখে।
এমনই সময় হঠাৎ ,
কর্ণ কূহরে ভেসে এলো
অনেক মানুষের ভিড়ে--
পাশে বসে আছে চেনা মানুষটি আজ।
গুটি গুটি পায়ে, চেনা রঙ--
চেনা সুর ,অভিমানে বদলে গেল।
যতটুকু মনে পড়ে--
মুখ থেকে অস্পষ্ট একটি শব্দ বেরিয়ে ছিল,
রক্তমাংসের মানুষ মনে করো আমারে।
--------------------------------------------
১৭/৪/১৯