------------------------------------------
এই ফাগুন,এই বসন্ত এতো চেনা লাগেনি তো আগে
কাছে এসে ধরা দিতে চায় জীবনের রাগ অনুরাগে
ঐ যে পূবালী বাতাস বয়ে আনে নতুন সুগন্ধি আলো
কাঁচা হলুদের ছোঁয়া,কপোলে চন্দন ঝলমল
ভেসে আসে কর্ণকুহরে সানাইয়ের পরিচিত সুর
বরন ডালার লুকানো ব্যথা,তবুও যে বড় সুমধুর
থিকথিকে ভিড়ে মুখরিত চারিদিকে কোলাহল
শঙ্খ ধ্বনি,উলুর ধ্বনি মিলেমিশে একাকার মায়াজাল
মন্ত্রের রিং টোন বেজে ওঠে "যদিতৎ হৃদয়ং তব"-আরো কত কি?
সিঁদুর দানে হাতে হাত রাখা,কথা দেওয়া পথে আর কিছু রইলো না বাকি
স্মৃতি হয়ে রয়ে গেলো ফেলে আসা ইতিহাস
নতুন সুরের দোলায় চড়ে বন্ধ হলো হাঁসফাঁস
পথ বদলের,দিন বদলের শুরু হলো অভিযান
এই তো জীবন,আজ সেই ক্ষন শুভ বিবাহ-পবিত্র বন্ধন।
---------------------------------------------
৫/৩/২০২০-অবুঝ মন-
ফেলে আসা পথের বাঁকে কিছুটা সময়--
আজ আবার সেই পথে দেখা হল--