ঝর ঝর করে ঝরিছে বর্ষা---
শ্রাবনের আকাশ থেকে,
প্রকৃতি তাই নবরূপে সেজে---
হাওয়ায় উঠলো মেতে


শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বয়---
পাখিরা করিছে ভয়,
বাসা গুলি তাদের হাওয়ার দাপটে---
ভাঙিয়া পড়িবে নিশ্চয়।


মেঘ মল্লারে ভরিছে আকাশ---
দিগন্ত কালো করে,
গর্জিছে মেঘ দিকে দিকে আজ---
পৃথিবীর উপরে।


দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে---
নেই কোনো জন মানবের চিহ্ন,
প্রকৃতিকে দেখে মনে হলো আজ---
হয়ে উঠেছে অনন্য।


এমনই সময় কড় কড় করে---
পড়িল একটি বাজ,
দিকে দিকে আলো ছড়িয়ে পড়লো---
নির্মল সুন্দর প্রকৃতির উপর।


মানবেরা ভয়ে শঙ্খ বাজায়---
প্রতি ঘরে ঘরে,
ময়ূর পঙ্খী পাঙ্খা মেলে ধরে---
মনেতে খুশির জোয়ারে।
---------------