এই বিকেলে ইচ্ছের আসা যাওয়া পথে
আনকোরা রসালো ফানুস ঘুড়ির আঁচে শতেক স্বপ্ন এঁকে ছিলাম
অলিগলি পথ পেরিয়ে একেবারে সমুদ্রের তীরে ঢেউ গোনার দায়িত্বও নিলাম
কিন্তু বদলে গেলো সে পথ গভীর বাঁকে হঠাৎ ঝলসানো রক্তপাতে
আলগোছে মন টুকরো বাঁধন শোকেশের বাহারি স্রোতে
না,আমি একটুও বদলাতে পারিনি নিজেকে
এই গা ছুঁয়ে বললাম,আজও ভিড় করে আনাচে কানাচে
তাই কি কথায় ওঠে ঝড় কিংবা ঢেউ--
হাজারো টুকরো স্মৃতি বোঝার মতো সে মন কোথায়?
রয়ে গেলো বোধের গভীরে একটা দীর্ঘ বসত-ফতুর অপেক্ষা!
---------------------------------------------
৬/৮/২০২০-অবুঝ মন-