বহুদিন অপেক্ষারত রয়েছি---
তোমারই কারনে,
জানিনা এর শেষ কোথায়---
কবে হবে এ জীবনে?


হৃদয়ের ব্যথা---
গলিত লাভার মতো ঝরে,
মনো রাধিকা মেঘ পানে তাকিয়ে,
তোমারই কল্পনা করে।


যতবার দেখি তোমারই মুখ---
এ ভুবন মাঝে- সকাল সাঁঝে,
অমনি মিলায় মুর্তি তব,
অনন্তেরই মাঝে।


কখনো কখনো মনে হয়---
তুমি মরুভূমির রূপ সুন্দরী আলেয়া,
এ মন মানে না--
তাই ছুটে চলা- তোমারই মায়ায়।


তবু হৃদয়ের আশা---
মরিতে চায় না -এ প্রাণে,
হয়তো বা কোন একদিন---
দেখা হয়ে যাবে তোমারই সনে।


সেদিনই লাঘব হবে ---
মম জীবনের বাসনা,
অপেক্ষার অবসান হবে---
পূর্ণ হবে মম জীবনের কামনা।
----------------------