দাদা বলো কিংবা দিদি তাসের চালে সবাই সমান
সাপ লুডুতে বিশেষ করে লুকিয়ে রাখে জাতের মান!
বলতে পারেন সত্যিকারে কে রেখেছে বিশেষ দান?


ঐ যে গান হাওয়ায় ভাসে একবার বিদায় দেনা মা
কতনেতা ভাবেন বসে এরা কি রামগরুড়ের মিষ্টি ছাঁ?
এই তো এখন সমাজ সেবক উড়ায় রঙিন চশমা!


ভাষার বিনোদন এতোটাই যে মুখ লুকাবে কাকের স্বর
ভোট ভিখারি তোয়াজ ভরে করছে কেবল জাতবিচার!
ফাঁসির রশি দুলছে হাওয়ায় জড়িয়ে নিয়ে অন্ধকার।


কেউবা আবার তাপ্পি মেরে উড়ায় একটি হাওয়াই চটি
স্বাধীনতার গল্প বলে নিচ্ছে দখল শতেক কোটি!
উলু খাগড়া মরণ ফাঁদে জড়িয়ে পড়ে খাচ্ছে চাঁটি।


তাকিয়ে দেখুন উড়ছে কেবল বিজ্ঞাপনের রঙিন ফানুস
সুযোগ খুঁজে উসকে দিয়ে গনগনিয়ে জ্বালছে তুষ
আর কতদিন এমনি করে খুনখারাপি দেখবে মানুষ?
---------------------------------------------
৮/৪/২০২১-অবুঝ মন-