রুনু ঝুনু নুপুর পায়ে
কে আসছে ওই!
ওযে আমার অনেক কালের,
অনেক চেনা, হারিয়ে যাওয়া সই।


ক্ষণিক পরে করুন মুখে
এলো আমার সই
মনের সুখে জড়িয়ে ধরে
প্রাণের কথা কই।


অঝোর ধারায় অশ্রু ঝরে
চোখের কোনে কোনে
আপন দুঃখের গল্প গুলো
বলল কানে কানে।


স্কুল জীবনে মারা গেছে
পরম পিতা মাতা
বড় হওয়ার মূলে ছিল
যারাই ভাগ্য দাতা।


এমনি করে আঁধার নামে
জীবন চলার পথে
একদিন ঝড় বাদলের রাতে
দুষ্টু মানুষ নষ্ট করে, নিয়ে গেল সাথে।


বহুকষ্টে পালিয়ে এলাম
খাঁচার থেকে আমি
আজ যে আমার হারিয়ে গেছে
দামি জীবনখানি।


দুঃখের এই গল্প শুনে
ভেবে ভেবে সারা
ব্যথার পরশ মুছে দিতে
নামল বারিধারা।


অবশেষে বুকের মাঝে
নিলাম ওকে ট্রেনে
ভালোবাসার আশার প্রদীপ
জ্বালিয়ে মনের কোণে।
---------------------------------------------