------------------------------------------
রসালো আবেদনে জেগে গেলো মন
ঘুম জাগানিয়া পাখি করে জ্বালাতন
না না এ যে জ্বালাতন নয়,মিষ্টি মধুর সুর
বলছে মোরে থেকো না আর,দূর বহুদূর
এসো কাছে বসে থাকো সম্মুখে আমার
গুন গুন সুরে গাইবো এ গান --
"তুমি যে আমার,ওগো তুমি যে আমার"
তুমি তো জানো,এতো ভালো আমি নই
বলো তো চুপচাপ কি করে ঘরে রই?
আশার আলোয় বলছি তোমায় আসবে কি দেখতে?
নতুনের আগমনী জয়গানে সকলে যখন উঠবে মেতে।


নীরবতার আকাশে খেলে গেলো ঝড়
হৃদয় গভীরে ডুব দিতে শোনা গেল ধড়ফড়
যদি চাও তুমি,হবে যে ইচ্ছে পূরণ
না যাওয়ার নেই কোনো স্বচ্ছ কারন
বাঁধার প্রাচীর গুলো তোমার অজানা নয়
কতশত বার দোলা দিয়ে দূরে সরে যায়
তুমি তো জানো তোমার আমার পরিচয়
স্বপ্নের সোহাগী আদরে ভাসতে রয়েছে বারন
এটাই আমার শান্তনা,সুখেরই জীবন যাপন।
---------------------------------------------
১৭/২/২০২০-অবুঝ মন-