অপ্রত্যাশিত নাচন দেখার সৌভাগ্য এলো বলেই
গাজন দল ভিড় করে দলে দলে
দুর্ভাগ্য বললে ভিমরুলের মতো ধরবে ছেঁকে।
ঝড়ের কবলে পড়ে
মাথায় চড়ে চেপে বসেছে একেবারে
মগডাল আর কি করে,হাওয়ার দোলায় নড়েচড়ে
এগোলে হাঁ করে তাকিয়ে কুমির
আর পিছলে গিলে খেতে চায় তিমি
কিংবা লকলকে হাঙর।
এ যে এক সর্বগ্রাসী লেলিহান খেল
যুগ যুগ ধরে যারা উন্মত্ত
নারীর মাংস খুবলে,রত্তের স্বাদ নিতে ব্যস্ত
তৈলের সমাহারে তাই ওদের দুপায়ে মাখাও তেল।
ধ্বংস হোক সভ্যতা,ধ্বংস হোক মানব সমাজ
তাতে কিবা যায় আসে
আর খেয়ে কাজ নেই ঔষধি এষিবেল
সেই দিন আসন্ন প্রায় রক্তগঙ্গায় ভরে যাবে জেল।
হাহাকার ধ্বনি শহর-গ্রাম ছাড়ি
ফল্গুধারার মতো মরুভূমি দেবে পাড়ি
গাজন দেখার সৌভাগ্য এলো বলে।
------------------------------------------
০৭/০১/২০২০-অবুঝ মন-