------------------------------------------
মুছে যাওয়া বর্ণমালা ঘিরে
প্রকাশিত শুভ্র জ্যোৎস্না
ইস্পাত আগুনে পুড়ে
হয় যে তা খাঁটি সোনা।


আগল ভাঙ্গা ঢেউ মুছে
জীবন স্রোতে এগিয়ে চলা
নেই আক্ষেপ,নেই অভিমান
সুমধুর হোক পথ চলা।


প্রয়োজনের পাহাড় চূড়ে
নব নতুন শিহরনে
বিভেদতা যাক না মুছে
মিষ্টি মুখর অভিমানে।


থাক না বেঁচে মানবতা
শান্তি সুখের পরশ ঘিরে
প্রেম,প্রিতী মুক্ত বাতাস
এই মানব জীবন সাগর তীরে।
--------------------------------------------
১৯/১/২০২০-অবুঝ মন-