অপত্য স্নেহের জ্বরে সময়ের ক্রাইসিস
ঘাঁটাঘাঁটি বন্ধ হওয়ার যোগাড়
আগুন গোলার মুখে এ কী কথা শোনা যায়!


যেটুকু ফুরসত রাতের আঁধার,কুঁড়ি যে ঘুমায়
হাত করে নিসপিস আঙ্গুল ছোঁয়ায়
একটু কি না ঘাটলে হয়?


এ হেন বাক্যালাপে লাজে রাঙা মন
ভালো কি লাগতো না আরো কিছুক্ষণ?
নীরব আকাশের মতো হলো মুখভার!


ধর্মাবতার এ কোন চমৎকার?
ঢেউ গেলো থেমে--আর নয় ফোনালাপ!
জয় হলো পাতাঝরা কবিতার।
------------------------------------------
২/৪/২০২১-অবুঝ মন-