কখনো মনে হয়নি
নিজেকে এত অসহায়
দগ্ধ করেছে আমার
গোপন প্রনয়।
কতবার দীপ জ্বালিয়েছি
মনের ইচ্ছের গভীরে
শুধু ঝড় বয়ে গেছে
কুহক বেদনার,
করেছি নত শির
দয়ার ভিক্ষা পাত্র নিয়ে।
অভিমানের স্রোতকে দূরে ঠেলে
ভালোবাসার মায়ার টানে
প্রাধান্য দিয়েছি, তোমার মতামত কে
আশার আলো জ্বালিয়ে মনে।
মিলেছে তোমার স্বতন্ত্রতা
আর ,মৌনতাকে করেছো হাতিয়ার
তবুও, থেমে না থেকে
কলমের হাতে তুলে দিয়েছি গোপন ভার।
এরপরেও ভেসে যাব কি-
অবহেলায়- অনাদরে?
যদি সব বাধা সরিয়ে মুখোমুখি হই
নেবে না আমায় কাছে  টেনে?
বুঝবে কি ভালোবাসা কাকে বলে-
ফাগুন গীতবিতানের গানে?
-------------------------------------------
১২/৩/১৯