**।।হাজারো স্মৃতির ভিড়ে।।**
কী জানি হঠাৎ কি মনে করে?
আজ আবার ছুঁয়ে গেলো ভোরের সোনালী আলো
যে পাতার ভাঁজে ভাঁজে ডুবে ছিলো কোঁকড়ানো স্রোত
বিলম্বিত লয়ে,সে পাতার ঝিম ভেঙে গেলো।


অথচ,ঝর ঝরে বৃষ্টির দিনে আকাশ মেঘলা ছিলো
সমুদ্রও ঝিলমিল সরোবরের বুকে কচি পাতার মতো ছিলো ঝলোমলো
আয়োজন শেষ,থিকথিকে ভিড় গেছে সরে
তবুও খবরের পাতাটি হেলায় রেখে ছিলো মুড়ে!


সেই তো মনজানালায় উঁকি দিলো পর্দা ঠেলে
স্মৃতির পাতায় বয়ে গেলো ঝড়
রঙহীন চোখে কিছু কথা হলো বিনিময়
জানি তো ও এসেছিলো ফিরে কয়েক বছর পর!
---------------------------------------------
২৮/১২/২০২০-
-------------------------------
**আর কি চাই?**
নাই বা রইলো মনের দ্বার
উপচে পড়া ভিড়ের ভার
শান্তি জলের গোলাপ জাম
যাক মুছে যাক রঙিন খাম।


নাই বা রইলো কথার দাম
মিষ্টি পানের সতেজ বাম
পথ যখন গেছে বেঁকে
কি হবে আর হিসাব রেখে?


বইছে যখন ঠান্ডা হওয়া
হোক না নীরব আসা-যাওয়া।
--------------------------------------
২৪/১২/২০২০-আবুঝ মন-