---------------------------------------------
শুধু আজ নই বহুকাল থেকে
শিকড়ের সন্ধানে হেঁটে চলেছি
আজও,পায়নি কোনো কূল কিনারা।


তবুও ইচ্ছে জাগে ধরবার জন্য
নিরাশার মেঘ ছেয়ে আসে বারে বার
অবশেষ বলে যদি কিছু থেকে থাকে বেঁচে থাক কবিতার চারা।


ভালো বাসি বলে এ কথা পাড়ছি কি না জানি না
অসীম ক্ষরায় ভিজে গেছি কতশত বার
কথা দেওয়া-কথা রাখা আড়াল জীবনেরই পারাবার।


হয়নি যে কেউ পর,শুধু ঢেউ খেলে যায়
নীরব আকাশের গায়ে হলুদ রঙের মাচান স্রোত-
ভেসে গেছে বিবাগী বসন্তে কাঙাল পদ্ম দীঘির জল।


মনে হয় মাটির ফুসফুস ভরে গেছে
দায়ভার অবাক কল্পনায় এঁকেছে ছবি
তাকিয়ে দেখি দিগন্ত সীমায় ভিড় করে মৃত্যু রচনা ইতিহাস।


আউটডোরের শুটিং শেষ,বোধহয় এবার খিদে গেছে মিটে
উপায় যে নেই পারাবত প্রিয়ার
কেবল বাঁধন-বীনা টুক থাক বেঁচে কবিতার প্রতিটি গাছে।
---------------------------------------------
২১/৩/২০২০-অবুঝ মন-