উকুন বেছে দিন কাটানোর ইচ্ছাটা আজ উবে গেছে,
পাখিগুলির কিচিরমিচির ডাক গুলো সব হারিয়ে গেছে।
নাড়া জ্বালানোর দিনগুলি, ছিল যে বেশ
ডুব দিয়েছ গন্ধভরা ,নলেন গুড়ের সেই সন্দেশ।


প্রানবন্ত ফুল বৃন্ত, বিষের জ্বালায়
রকমারি রূপ গুলো সব, শুকিয়ে গেছে ।
কৃত্রিমতার মেঘে ঢাকা প্রাণ গুলো সব --
দগ্ধ হয়ে মরছে যে সব ঝাঁকে ঝাঁকে ।


ফরমালিনের পরশ মেখে ,মাছগুলি সব
বিকিয়ে গেছে মনুষত্ব আঁধার গাছে ।
রং মেশানো সব্জীগুলি, হাসছে পাছে --
মানুষগুলি যন্ত্র হয়ে বোবার সাজে।


কোথায় গেল দিনগুলি সব সূর্য মুখর --
রঙিন চশমার আড়ালে কি মুখ লুকালো ?
পকেটে ভরা ভালোবাসা, টাকার কাছে
মানব সমাজ বিষের নেশায় সাঁতার কাটে।
------------------------------------------