সবাই দেখছে অশ্রু সাগরে---
দু নয়ন চিক চিক করছে,
আসলে বেদনার ঝরা দেখেনা কেউ--
ওযে লুকানো হৃদয় অন্তঃকোণের প্রবাহিত ঢেউ।


সভ্যতার গভীরে তাকালে দেখতে পাবে
পাওয়াতে রয়েছে অপার আনন্দ আলোকমালা
আর না পাওয়াতে উপহাস লুকিয়ে হাসে
বেদনার উদাসীন পালে লাগে হাওয়া।


এর আরও গভীরে ভাসে থকথকে জেলি
ফাঁদ পাতা গল্পের রক্তাক্ত ইতিহাস--
ফুসফুস ফুটো হয়ে বেরিয়ে পড়ে পাথরের পাহাড়
আর অঝোর ধারায় ঝরে, ব্যথা ভরা রক্ত উপত্যকার ঘ্রান।
-------------------------------------------
9/5/19