।।হোক সে নিঠুর কল্পনা।।
---------------------------------------------
মেঘের আঁচল ঠেলে যখন সূর্য মুখি দিলো উঁকি
চাঁদের পাহাড় চেঁচিয়ে বলে এই তো সুযোগ চেয়ে দেখি।
হতে পারে অবাক হাওয়া চাইতে তো আর নেই মানা
রাত ভূষণের ঢাকনা মোড়ক চমচমে ওই ডোবা খানা!


ইতস্ততঃ করে বা--কি লাভ হবে বলতে পারো?
স্থান যে ভীষণ সংকুলান চোখের আলোয় জড়িয়ে ধোরো।
শুধু যাওয়া আসার এই সময় একটু আধটু নেই কি ছাড়?
বিনিময়ের এই পথে কি উজান জোয়ার আসবে আর?


এ কোন পথের বাঁকে এসে হৃদয় সাগর উঠলো দুলে?
ঘুপচি ঘরের রোগ ভুলে সওদাগরের দেখা মেলে!
তবুও দোষ দেখি না নিয়ন আলোর পথ ধরে
স্বপ্নটুকু বাঁচিয়ে রাখি বৃষ্টি ভেজার সুখ জ্বরে।
---------------------------------------------
          -৯/৭/২০২১-অবুঝ মন-