মেঘহীন আকাশ কিনবো বললে কি কেনা যায়?
স্মৃতির চৌকাঠে পা দিয়ে দেখো-
পদে পদে খেলা করে বিস্ময় বেড়াজাল
মনে করো--
এই যে শুনছো,সকলের সাথে আলাপচারিতা
কেবলই আমি বাদ!
কিংবা কোথায় তুমি-কি পরবো বলো-আসবে তো দেখতে?
কবিতার খোঁজে কত মায়াভরা ছাদ!
সবই তাৎক্ষণিক,আপোষের সুখস্নান
ভিতরে প্রবাহিত বৈষম্যের দমবন্ধ বুদবুদ বুলডোজার,
সুড়ঙ্গে ভরা তমসার বেলাতট
আসলে প্রজাপতি হতে চাওয়া ফুলও,
কালো ধোঁয়ায় হঠাৎ করে ঝিমিয়ে যায়
যা কিছুটা ঝলমলে পরবাস ছোঁয়ার মতো
যে পাথর চকমকি ফুলকি ঝরায়,
সেখানে যে স্পষ্ট আঘাতের চিহ্ন লুকিয়ে রয়
হয়তো-একথাই ঠিক,
রোদ্দুর খুঁজতে চেয়ে বিশ্বাসী তিমিরে গর্জে ওঠে মৃত নাভিশ্বাস
হয়তো---।
---------------------------------------------
১০/৭/২০২০-অবুঝ মন-