।।হুঁশিয়ার।।
।।নরেশ বৈদ্য।।
-----------------------------------
এ কোন প্রবহমান --
গনতান্ত্রিক নিম্নচাপের ধারায়?
নৈতিকতা- সংস্কৃতি,
সৌজন্যবোধ ধুলায় লুটায়!
হাজার রক্তবীজের ঝাড় ,
তাই মাথা তুলে ---
অবক্ষয়ের স্বর্গ বানাতে চাইছে
এই মহান ভারতের বুকে।


যে দেশের জাতীয় সংগীত ---
বিশ্বকবি রবীন্দ্রনাথের দান,
সেখানেই আজ দয়ার সাগরের --
মূর্তি ভেঙে করে গেল অসম্মান!
এ কোন অপ-সংস্কৃতির--
ধ্বংসের লীলা খেলা চলছে এদেশে?
মানব কল্যাণে রক্তের হোলি--
শেষে কিনা পথের ধুলায় মিশে!


ক্ষমতায়ন সবকিছু --
মানুষের প্রাণের নেই কোন দাম?
ওরা ইতিহাস ভুলে গেল কি করে?
শাসকের হয় যে পতন।
নেই ,দেরি নেই আর--
ওই শোনো মানুষের চিৎকার,
ওরাই ভাঙবে গদি --
চিরস্থায়ী কারো, নেই কোন অধিকার।
---------------------------------------
১৫/৫/১৯