সাঁকোর কথা যদি বলতেই হয়
তবে পুরনো সেই দিনের কথা মনে পড়ে যায়
বলোতো কি পরবো আজ তোমার মনের মতন করে?
সেদিন সূর্যমুখী ফুটেছিলো শাড়ির ভাঁজে ভাঁজে নতুন আলোয় ভরে।


বেড়ার কথা যদি বলতেই হয়
তবে একটু তো পিছনের দিকে ফিরে যেতে হয়
এই হাত ছুঁয়ে বললুম,দেখো একটুও নড়চড় হবে না আর
সেদিন কিছুটা সময় হলেও দুলে ছিনু মন শুধু দুজনায়।


আগুনের কথা যদি বলতেই হয়
তবে সেই সুখ পাখিটির দেখা মেলে খোলা জানালায়
যে কি না রাতের অন্ধকারে বুকের উঠোন জ্বেলে--
তীব্র অনাকাঙ্ক্ষিত আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে ছিলো অতি সহজে!


আর সব শেষে সমাধির কথা যদি বলতেই হয়
তবে স্মৃতির বালুকা বেলার ভূমিকা নেহাতই কম নয়
হতে পারে সময়ের নিরিখ বদলে জোড়ের পায়রা'প্রিয়াঙ্কা ও নিক'--
তার মানে সবটাই কি ভোগ বিলাসী অলীক কল্প সুখের দায়ভার?
---------------------------------------------
          -২২/৭/২০২১-অবুঝ মন-