ফাগুন বসন্তের শুভ লগ্নে
ধরনীর বুকে বই ছিল
শান্তির সমীরণ
আর দিকে দিকে বাজছিলো
ভালো লাগা স্বপ্নের জ্বরে
ভালো বাসার গান।


খিলখিল করে হাসছিল ,অরুণ কিরণ
দুলাইতো হৃদয় জাগছিল
গোলাপের বাগানে
হঠাৎই নামলো আঁধার ,সুন্দর ভূবনে
থামলো খুশির জোয়ার
মানুষেরই মনে।


চমকিত শব্দ ,বোমা ও বারুদের
ছড়িয়ে পড়লো ধোঁয়া  
আকাশে ও বাতাসে
ছিন্নভিন্ন শরীর রাস্তার পরে
তাজা তাজা প্রাণ,
হলো বলিদান ,শেষ নিঃশ্বাসে।


বাতাসে মিশে গেল ,
লাল রক্তের তাজা রঙ
অসংখ্য সেনার বীর বলিদানে
ভাষা হারিয়ে,গঙ্গা বইলো চোখের কোনে
জেগে ওঠো ওহে ভারতবাসী
ব্যথার সাগর লুকিয়ে মনে।
---------------------------------------------