শোনো হে দুর্বৃত্ত শাসকের দল--
ফুটপাতে শুয়ে কত না মানুষ করছে কোলাহল।
দুবেলা -দুমুঠো খায় নাকো পেতে যারা
তাদেরই লুটে তোমরাই করেছ সর্বহারা!
অহংকার ও দাম্ভিকতা আজ ভরে গেছে তোমাদের বুক--
মনে তাই জন্মেছে আজ -হিংসা নামক বড় অসুখ।


শাসকের বলে ও অর্থের জোরে
অসহায় নারীদের সম্ভ্রম বোধ করছো হরন!
সমাজে এভাবেই তোমরা
ঘটিয়ে চলেছো মানবিকতার পতন।
আত্মসম্মান বোধ
আজ নেই তোমাদের মননে,
তাই করে চলেছো--
নির্লজ্জভাবে শিশু পাচার , রক্ত ক্ষরণ এই ভুবনে।


ঐ শোনা যায় -এ মানব সমাজের মাঝে তাদেরই পদধ্বনি,
অত্যাচারিত ,বঞ্চিত -নিপীড়িত মানুষ জেগে উঠে দিচ্ছে রণধ্বনি।
যাদেরই লুটে তোমরাই করেছিলে সর্বহারা--
তারাই আজ তোমাদের করে দেবে দিশেহারা।


দিকে দিকে তাই আজ উঠছে
নতুন সূর্য এ বিশ্ব ভূবনে,
প্রতিজ্ঞা বদ্ধ 'ওরা'---
তোমাদেরই কবর খুঁড়বেই খুঁড়বে -এই মানব জীবনে।
---------------------------------------