যদি জানতেম সহজ শব্দ ধারা পাড় ভাঙতে পারে
কখনো এ কথা কি কলমের ডোগায় আসতো চলে?
আধুনিক ছোঁয়া ভালো লাগলেও সুখ পেতাম
তবুও,ঐ যে কথায় আছে হারানো দিনের গান
আজো কি শুনতে লাগে না ভীষণ ভালো?
মাটির আধান তাই তো রেখেছি তুলে আজও,
এটাই ময়াম স্মৃতি বিজড়িত আশাতীত আলো
সহজকে জটিল করে তুলে লাভ কি বলো?


তাই বলে শান্তির ললিত বাণী শুনে খোভ উগরে ওঠে
ভালো ভালো--বেশ ভালো!
কি কথায় ওঠে ঝড়? আবারো নতুন করে নাড়া দিয়ে গেলো
আসলে সবটাই বোঝা পড়ার অলব্ধ ফাঁক ফোঁকর
তাই তো সাগরের কিনারে ঢেউ খেলে গেলেও,কুয়াশার এতো ঘনঘটা
হাঁক পেড়ে ডাক দিয়ে যায় বিলেতি মোরগ!
কথা আর কথা থাকে না,মুহুর্মুহু আক্রমণ
সজোরে চাপ,সুর কঁকিয়ে ওঠে কোঁকর কোঁক ঘন ঘোর দূর্যোগ!
---------------------------------------------
২২/১১/২০২০-অবুঝ মন-