মরচে ধরা বেতাব বাগিচায় ফুল কি ফোটে আর?
তবু কেন আগুন গোলা হরপাবান
ফুসফুসে নাড়া দিয়ে যায় বারবার?


সময়ের নিরিখ বদলেছে এ কথা জানে না কে?
তাই বলে ঝরা পাতা ছুঁতে চাওয়া
অলীক ফাগুনের ছবি এঁকে!


ভালো লাগা এমন মধুময় ব্যঞ্জন বড় কি বেমানান?
জেনেশুনে ধুলোমাখা আলপথে--
সুখ স্নান কখনো কি শোভা পায়?


আগুন জ্বললো বলে মরীচিকা পিছে সটান দাঁড়িয়ে পড়া!
বুঝলে না কেন যে?
ভিজে কাঠে আর কী বা পাওয়া যায় ধোঁয়া ছাড়া।


ঠকঠক করে উঠলে কেঁপে
গোধূলি বেলার তরঙ্গে দুলে
মারীচের কথাটা একেবারে বেমালুম গেলে ভুলে!


ফাগুনের যে চেনা ছবি এক বার গেছে হারিয়ে
রসালো স্বর্ণলতিকা কি--
কখনো সে মেলবন্ধন দিতে পারে ফিরিয়ে?


বৃথা জোৎস্নার মায়াভরা পূর্ণিমা রাতে
অবাক সুখের তারা খোঁজা উষ্ণ আলিঙ্গন
আসলে যা সাপলুডু খেলা ঘরে মায়াভ্রম জলপরী গুঞ্জন।
---------------------------------------------
২৭/১০/২০২০-অবুঝ মন-