যুগ পেরিয়ে ডাকলে কাছে চলে আসায় নেই মানা
স্বপ্ন যখন বাঁধলো বাসা অবুঝ মনের কল্পনা!
ভিক্টোরিয়ায় জড়িয়ে যারা বলোতো দেখি ওরা কারা?
উষ্ণ ফ্রেমে শরীর কি গঙ্গা নদীর উছল ধারা?
এখন আবার এলো চলে ভিনধর্মী জাতের বড়াই
প্রথম চোটেই জানিয়ে দিলে থাকতো কি আর দাঁতের লড়াই?
সম্ভবটা রাখলে তুলে  অসম্ভম্বের মারন বানে
দৃষ্টি টাকে ঘুম পাড়িয়ে অতীত স্মৃতি আনলে টেনে!
মুঠোয় পুরে ধরলে কেনে--অবিশ্বাসের হাতদুটো?
জানতে না কি?ঐ খানেতে লুকিয়ে আছে এক জীবনের সব ছুতো।
---------------------------------------------৫/১/২০২১-অবুঝ মন-