খোলস পাল্টানো নীলাদ্রি পাহাড়
আশায় দোলায় চড়ে--
দামামার সুরে সুরে আজ মাতোয়ারা
আর মাঝে মাঝে আলোর ঝলকানিতে
দিকে দিকে জেগেছে পাড়া।


আর নেই ভয়--তপ্ত পাহাড় গলে--
স্বস্তির নিঃশ্বাসে দূর হয়,ছিল যত সংশয়--
এটাই তো চেনা ছবি--আষাঢ় বাদল দিনের
হবে যে এবার বিকাশ ----
পৃথিবীর পরে, নব নব প্রানের।


মেঘের পুকুর পাড়ে তাই---
সারাদিন আজ জল উপচিয়ে পড়ে
ধরনীর বুকে তপ্ত বিষাদ সিন্ধু গেল অস্তাচলে
ঝিরিঝিরি-গুড়িগুড়ি সুরের দোলায়--
রং তুলি মাখা- বৃষ্টি মাদল ঝরে।
--------------------------------------
১/৭/১৯