।।যেতে যেতে একলা পথে।।
--------------------------------------------
পৃথিবীটা গোল সেকারনেই যুগিয়েছে টান
বলতেও পারো সেখানেই ভরসা ছিলো চির অম্লান
বাকিটুকু কালের নিয়ম চলা সময়ের দান
যাওয়া আসা স্রোতে ভাসা বুক আনচান
থাকতে না পারে মন সেজন্য ভাবনা নয়
বেড়াজাল খেশারদ কেনো যে দিতে হয়?


এক্ষেত্রে বাদই দিলাম চরাচর আগুন হাওয়া
তির তির গড়ে ওঠা যানযট হৃদয়ের চাওয়া
পাওয়া সে তো শিকেয় তোলা অনাদি অনন্ত
শরীরে বিদ্যুৎ তীব্র ঢেউয়ের নেশা ঝাঁঝালো সংক্রমণ!
এই যে চলাচল মনেরই দুয়ার খুলে জানা অজানায়
যেতে যেতে একলা পথে আরো কিছু আছে বাকি!
---------------------------------------------
      -৪/৭/২০২১-অবুঝ মন-