ঘামে ভেজা আলগা বাঁধন-
মন্দ নয়কো মোটে ও,
তাইতো এখন ও,মনের ভিতরের,
নরম জানালায় শুনতে পাই--
অলিক সুখের সোহাগী আদর।
দুয়োরানী কপাট খোলে,খেয়ালী বারান্দায়--
আর কি করবে বলো-মায়ার জাবর কাটে,
শরীর জুড়ে-শিরদাঁড়া নরম করার প্রচেষ্টায়।
যার স্পর্শ অনেকটাই ক্ষীন-
আলগোছে আদরের মতো-স্বীকৃত জোছনা,
আসলই যে সাঁতরানো গল্প-সোহাগী চাঁদের
মনের ভিতরে লুকানো যান্ত্রিক গোপন সর্তকতা।
একান্তে একলা চলা,ভেজা পকেটের ভালোবাসা
রক্তের কল্লোলে বেঁচে থাকে শুধুই দীর্ঘশ্বাস।
বাস্তব যে বড়ই কঠিন---
তাই রাতশেষে নিঃসঙ্গতায় ফুলে-ফেঁপে ওঠে
কুড়ানো ঠোঁটের শীর্ণ ঠকাস-
নকুল দানার-ই আশ্বাস,
মনের উঠোনে অম্ল ঢেকুরের ঢেউ ওঠে--
অনিচ্ছার নিংড়ানো ভালবাসা-আহা কি মিষ্টি, ঝকাস!
--------------------------------------------
১৮/৮/১৯--অবুঝ মন--