অনেক,অনেক দিনের পরে
মন খারাপের দেয়ালটা
ছবির মাঝে কুড়িয়ে পেল
প্রশংসার একমুঠো মিঠে রোদ।


মেঘলা আকাশ ঠেলে
বিকশিত হল লুকানো কুঁড়ি
যা ছিল অতিপ্রিয় স্পর্শ কাতর
ভোরের মিষ্টি মুখর
সোনালী ছোঁয়াচে আলোর ভোর।


চুপ কথারা হাসে মিটিমিটি
আতর গন্ধের পরব ছোঁয়ায়
ভূমিকম্পের মতো দুলে ওঠে মন
বালুচরে লুকানো আলেয়ার মুগ্ধ মায়ায়।


নীরব পাহাড়ের বুকে
তখনো বইছে শীতল বরফের নিশ্চল
গভীর রাতের স্বপ্ন পুরীর শরীর হয়ে
আসলে যা অক্টোপাশের মোড়ক
আবৃত ঝলসানো গদ্যময়।
----------------------------------------
৫/১০/১৯-অবুঝ মন-