স্বপ্ন সুখের দোলায় ভেসে--
হৃদয় বাগানে কত যে ফুটেছে রঙিন ফুল।
খোলা চোখে খুঁজেছি যখন--
মন-খারাপের দহন-দানে হারিয়ে ফেলেছি শুধুই কূল।।


অনুরোধের ঝাপসা পাতায়-----
সোহাগি চাঁদ গেছে ডুবে-খেয়ালি মেঘের বাঁকে।
পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়েছে
অঙ্গীকারের রঙিন ঝুড়ি-ভিসু-ভিয়াসের ফাঁকে।।


দেখেছি অনেক রঙিন প্রতিশ্রুতির দাবানল----
মুঠোয় ভরে রাখতে চাওয়া অলিক সুখ।
মরীচিকার প্রাচীর এসেছে ভেসে সম্মুখে
বেদনার ঝরা পাতায় মুখ গুঁজে হারিয়ে গিয়েছে সেই চেনা মুখ।।
-----------------------------------------
২৫/৮/১৯-অবুঝ মন-