পরনির্ভরশীল রুপে আসা ধরার মাঝে
ধীরে ধীরে সাবলীলভাবে নিজের অস্তিত্বের ডানা মেলে
পার হয় প্রায় বিশটা বছর
শেষমেষ সময়ের স্রোতে স্থিতি আসে।


নিয়মের বেড়াজালে-রঙিন স্বপ্নের রসালো জালে
জীবন নাট্যের ঘটনাবহুল অংক শুরু সাতপাকে ঘুরে
চোখে চোখ রেখে-হাতে হাত দিয়ে কয়েকটি বছর চলে
স্বপ্নীল সেই দিনগুলো খুব তাড়াতাড়ি যায় তলিয়ে অতলে।


এরপর আবার সেই সৃষ্টি-নতুনের আগমন
পুরো মনোযোগ 'তাকে' ঘিরে-সেবা যত্ন সারা বছর ধরে
এরই মধ্যে দুজনের হাত কবে যে সরে গেছে!
অপত্য মানুষ করার জ্বরে।


সময়টা এভাবে এগিয়ে গিয়ে বার্ধ্যক্যের হাত ধরে
শাখা ঝুরি ,চাকরি নিয়ে বিদেশের পথ ধরে
যেন খাঁচার পাখি যায় চলেউড়ে দুরে, বহু দুরে
পড়ে থাকে কেবলই অপেক্ষা আর অপেক্ষা, অচিন অন্তঃপুরে।
--------------------------------------