ভালো বাসা কথাটি
শুনতে কি মিষ্টি
এরই মাঝে লুকিয়ে যন্ত্রনা সৃষ্টি
কত কথা হবে ,
চলার পথে যেতে যেতে
দায়ভার লইবে না কেও,
সইতে হবে নিজেকে
যেকোনো মতে তবুও।
যাত্রাপথে দেখতে পাবে
গোলাপের সারি সারি উপহার
মিলবে শুধুই বেদনার ছোঁয়া ভরা
একরাশ মায়াজাল আলেয়ার।
যদিও কিছু  সময়
সুনিপুণ ব্যবহার পেতে পার
মুগ্ধতার আবেশে মজে
পরক্ষনেই মিলবেই মিলবে
কষ্টের বাঁধ ভাঙা ঢেউ
হৃদয়ের স্রোতে, হারিয়ে যেতে।
তাই ভালো বাসার দিনে
কিছু প্রশ্ন সাঁতার কাটছে মনে
ভালো বাসার মানে
বোঝে কি সকল আপন জনে?
কতশত অপ্রেক্ষিত প্রহর গুনে
মিলবে শুধু সুনিপুণ ব্যাবহারিক দক্ষতা
যা অনেক টা,বাংলা প্রবাদকে মনে করায়
'গাছে তুলে মই কাড়ার' মতন।
বুকের ভেতর চিন চিন করবে
কিন্তু সব কথা প্রকাশে আছে যত বাঁধা,
তাই ভালো বাসার এই দিনে
চিৎকার করে বলতে ইচ্ছে করে
জীব কে ভালো বাসো
আর আনন্দ, খুশিতে থাক।
----------------------------------------