চিতার লেলিহান শিখা গ্ৰাস করছে
একটি দৃশ্য মান শরীরকে
ধোঁয়াশার বলয়ে একটু একটু করে
ঢেকে গেলো সমগ্ৰ মায়ার বাঁধন।


আধপোড়া লাশ হতে বেরোতে থাকে
টপ টপ করে বারি ধারা
লোক চক্ষুর মাথা খেয়ে কেউ কেউ বলে ওঠে
ওগুলো বুড়িগঙ্গার পাপের ঝরা।


সকালে পূর্ণ স্নান সেরে,সন্ধ্যায় ঘোমটা মাথায়
যার কাজ ছিল ঠাকুরের সেবাকরা
পতি পরায়ন সেই কূলবতী নারীকে ও
শেষ যাত্রায়,কুকথা শোনাতে ভোলেনি ওরা।


এই হল মানব সমাজের হাল
সমালোচনার ঝড় তোলা অভ্যাস চিরকাল
তবুও জীবন আসে ,নতুন নতুন সাজে
আবার যায় ও চলে,নিজস্বতার ছাপ রেখে আপন কাজের মাঝে।
-------------------------------------------
৮/৩/১৯