বন বন করে ঘুরে- ফিরে , স্মৃতির পাতায়
আওয়াজটা ভেসে আসে বারে বারে
রাত্রি নিশিতে ঘুমের ঘোরে
কিংবা আনমনে হৃদয়ের গভীরে।


রাঙায়িতো মনে ঢেউ জাগে
পরশ দোলায় ,দুলাইতো হতে
ইচ্ছার সীমানাতে বাঁধার প্রাচীর
মনোবাস-নার ঢেউ এসে থামে নীরবে।


দোষ গুনের বিচার গেছে তলিয়ে
ভালোবাসার-ই, মান মন্দিরে
স্বপ্ন -বীনা জ্বালিয়ে প্রদীপ অন্তরেতে--
বাঁশরী বাজিয়ে রয়েছে জেগে।


বানরের ছাঁ দেখানোর মত করে
কতবার কত কথা বলা--
নানা রসনা তৃপ্তির ব্যঞ্জনা মোড়কে
শুধু অপেক্ষার প্রহর গুনে চলা, নতুন আলোকে।
-----------------------------------------
9/1/19