অনেক দিনের পরে-
আজ মনে হলো
প্রকৃতির সুরে বাঁধা আছে
একটি জীবনের ধারা।
কখনো প্রশান্ত আবার
কখনো বা উত্তাল
ঠিক যেন বৃশ্চিক রাশি
জীবনের ধারায় রয়েছে গাঁথা
মোহময়ী রহস্য রূপের ছটা
অবিরাম বয়ে চলে আপন খেয়ালে।
যদিও সবকিছু মিলে
একটা চাপা সৌন্দর্য লুকিয়ে থাকে
সুর ছন্দের তালে--
কথা রাখা বা না রাখা
দুটোই অসাধারণ মানবিক বোধের
অধিকার মেনে চলে।
মনের ভিতরটা বোধ হয়
জটিল থেকে জটিলতর আবর্তে ঘোরে
আবার মুহূর্তে চুম্বকের আকর্ষনে
নিতে পারে কাছে টেনে
চমৎকার ভাব জাগিয়ে
শীতলতর ছায়ার মাঝে দাঁড়িয়ে।
----------------------------------------
১৯/৪/১৯