জানি তোমার অনেক কিছু আছে প্রিয়
তবু তোমার নতুন কিছু দেবার ছিলো
ভেবে ছিলাম এই টুকু তো আর কি দোষ?
উচিত কথায় জানিয়ে দিলে পায়রা পোষ
উড়ে এলো খোলা চিঠির দগ্ধ নীড়।


খোঁচা খাওয়া বাঘের আঁচড় যেমন হয়
ভাষার তরী বোঝা এতো সহজ নয়
তুমি বললে রেখে দিতে আপত্তি নেই
ডাইরিয়া তো ছড়িয়ে গেছে কূলের স্রোতে
একটু খানি সাজিয়ে রেখো যত্ন করে।


প্রদীপ খানি জানান দিলো জ্বলছি আমি
সিগারেট টা পুড়ে গেছে অনেক আগে
নিশি রাতের সঙ্গি তারা রাত যে জাগে
কোলের নরম তুলির টানে উপোস মাখো
নিয়ম মেনে জানিয়ে গেলাম ভালো থেকো।


সময় হলো ঘরে ফেরার তাড়া নিয়ে
লেবু বেশি ঘাটলে পরে নিম ছোঁবে
মা হওয়া যে স্বপ্ন ছোঁয়া নতুন আকার
জীবন নদী ঘুরছে ফিরছে সময় চাকায়
ঢেউয়ের দোলায় কাটলো আমার ক্ষণিক সময়।
---------------------------------------------
১২/৯/২০২০-অবুঝ মন-