চলছে গাড়ি,নড়ছে জোরে
উঁচু নিচু, নেশার ঘোরে
ছুটছে ধুলো, কাঁড়ি কাঁড়ি
চাপছে এসে ,সারি সারি।


হচ্ছে সাদা, পোশাক গুলি
সাবান দিয়ে, ময়লা তুলি
জ্বালার উপর, পালার বাড়ি
কেবল খরচ ,টাকার কাঁড়ি।


এমনি করে, জোর কদমে
চলছে জীবন ,ভ্যাপসা ঘামে
স্বপ্ন গুলো ,যাচ্ছে দূরে
জীবন শেষ ,ঘুমের ঘোরে।


জ্বলবে চিতায়, দেহখানা
তার পরেও, কত মানা
এমন ভাবে ,সব মুছে যায়
ভূবন পারের, খাতার পাতায়।
------------------------------------------